মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু: সংখ্যা বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৯শে সেপ্টেম্বর ২০২০ ১০:৪৭ পূর্বাহ্ন
মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু: সংখ্যা বেড়ে ৩২

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।এর আগে, ১০ সেপ্টেম্বর বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম ও শেখ ফরিদ নামে আরও দুই জন মারা যান।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।