নভেম্বরেও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২১শে অক্টোবর ২০২০ ০৫:৪৪ অপরাহ্ন
নভেম্বরেও বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান!

মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আগামী নভেম্বর মাসেও না খোলার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলে আরেক দফা বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ।বুধবার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই ইঙ্গিত দেন।

আসন্ন শীতকাল নিয়ে দেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মহলের পরামর্শ রয়েছে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের কোভিড-১৯ বিষয়ক যে জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের সঙ্গেও এই বিষয়ে আলাপ-আলোচনা করা হয়েছেশিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে যে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন, তা অনেকে মানছে না, ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যে ঝুঁকিটুকু নেয়া সম্ভব হবে বলে মনে হবে এবং সে রকম একটা অবস্থায় যদি পৌঁছানো যায় তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।’

এ সময় শিক্ষামন্ত্রী জানান, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে সংক্রামণের যে অবস্থা তাতে যেখানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল তাও বন্ধ ঘোষণা করা হয়েছে।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা ছাড়া দফায় দফায় এই ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আরেক দফা বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ।