সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের পাশে পুকুরে ভাসমান থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাদত হোসেন (২৮) দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া গ্রামের মৃত আলহাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার আলী জানান,যুবকটি ভবঘুরে, মাদকাসক্ত এবং পরিবারের সাথে বিচ্ছিন্ন ছিলেন।
ঘটনার সতত্যা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কমার দাস জানান,সকালে স্থানীরা লাশটা দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গত রাতের যেকোন সময় যুবকটিকে হত্যা করে কে বা কাহারা লাশটি পুকুরে ফেলে পালিয়ে যেতে পারে। তবে লাশের শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবর পর সঠিক কারন জানা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।