সাভারে গত (২৪ অক্টোবর) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান হত্যা ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দিনে দুপুরে প্রকাশ্য এক প্রবাসীকে গুলিবিদ্ধ করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সাভারের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সাভারের আমিনবাজার এলাকায়
দিনে দুপুরে প্রকাশ্য এক প্রবাসীকে গুলিবিদ্ধ করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। সে ইতালি প্রবাসী। আহতের স্ত্রী সুমা আক্তার জানান, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার ইসলামী ব্যাংকের শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সিযোগে বাড়িতে ফিরছিলাম আমরা। আমাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হইয়ে একটু সামনে গিয়ে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী আমাদের গাড়ির গতিরোধ করে পর পর পাঁচটি গুলি করে এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে বিদ্ধ হয়। পরে তারা আমাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীদের আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেছে এবং আমরা কত টাকা পাঠাচ্ছি তাও তারা পর্যবেক্ষণ করেছে এবং সেখান থেকেই আমাদের পিছু নেয় তারা।এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।