দেশ বিরোধী অবরোধের প্রতিবাদে হিলির রাজপথে পৌর আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১৫ই নভেম্বর ২০২৩ ০৭:২৫ অপরাহ্ন
দেশ বিরোধী অবরোধের প্রতিবাদে হিলির রাজপথে পৌর আওয়ামীলীগ

সারাদেশে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে "দেশ বিরোধী অবৈধ ষড়যন্ত্রের অবরোধ মানি-না মানব- না এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সরব ছিলেন ও রাজপথে অবস্থান নেয়। সাধারণ মানুষের জানমাল, ব্যবসায়ীদের নিরাপত্তা ও যানবাহন চলাচলের জন্য গাড়ির মালিক ও চালকদের উৎস দিতে শান্তি সমাবেশ করেছে পৌর আওয়ামীলীগসহ সহযোহী সংগঠনের নেতৃবৃন্দ।


বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টায় হাকিমপুর হিলি পৌর সভার ৯ নং ওয়ার্ড এর ছাতনী চৌমুহনী বাজারে পৌর ওয়ার্ড আ'লীগের সভাপতি বাদল টপ্প্য এর সভাপতিত্বে পৌর আ'লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে আ’লীগের উন্নয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত।


আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, মিনহাজুল ইসলাম লিটন, আওয়ামী নেতা খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌর কৃষকলীগের সভাপতি মিলন হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাঃ সম্পাদক অনিক সরকার, পৌর কাউন্সিলর ফারুক হোসেন, যুবলীগ নেতা মার্শাল, ছাত্রনেতা সোহাগ সরকার, মহিউদ্দিন মারুফ, রিয়াদ হোসেন, মুহিত আহমেদ, মোস্তাকিম হোসেন, মোশাররফ হোসেন, সাব্বির হোসেনসহ আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শান্তি সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম। 


বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রতিবাদে আজ সকাল এগারোটায় হিলি বাজারস্হ দলীয় কার্যালয়ের সামনে পৌর আ'লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে আ'লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপজেলা, পৌর আ'লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শান্তি সমাবেশে পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দেশ বিরোধী অবৈধ ষড়যন্ত্রের অবরোধ মানি না মানব না। বিএনপি জামাত এর ডাকা অহেতুক অবরোধ রুখে দিতে আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর আ'লীগ রাজপথে অবস্থান করছি। দেশের মানুষ অহেতুক অবরোধ প্রত্যাক্ষন করেছে। আমাদের শান্তি প্রিয় হিলিতে যদি বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে সদা প্রস্তুত আছি।