দূর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৫ই অক্টোবর ২০২১ ০৫:৪৭ অপরাহ্ন
দূর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দূর্গাপূজা নিরাপদে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে প্রস্তুতিমূলক সভা করেছে পিরোজপুর জেলা প্রশাসন। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। 


এসময় জেলার ৫৪৯টি মন্দিরকে ২৭৮ মেট্রিকটন জি আর চাল বিতরণের ঘোষণা দেন জেলা প্রশসক। এদিকে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, নিরাপদে শারদীয় দূর্গাপূজা উদযাপনে বিভিন্ন স্থরের নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে মন্দিরের তালিকা করে নিরাপত্তার ছক আকা হচ্ছে।


সভায় আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল,সাধারণ সম্পাদক গোপল বসু,অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম সহ আরো অনেকে।