ইংরেজী নববর্ষ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণ প্রজন্মের মাঝে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগের ওয়ালিয়া শাখার সভাপতি জাহিদ ইকবাল নোমান।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়ালিয়, ফুলবাড়ি, দিলালপুর রায়পুর, ধুপইল ও নান্দ এলাকার তরুণদের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় জাহিদ ইকবাল নোমান বলেন,‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মের বিকল্প নেই। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।’ তিনি আরো বলেন, ‘মাদক মুক্ত তরুণ সমাজ গঠনে ও তরুণ প্রজন্মের মধ্যে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে আজকের বর্ষবরণ।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।