নাইক্ষ্যংছড়ি সীমান্তে অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৭শে জুন ২০২১ ০৯:৩৫ অপরাহ্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অর্ধগলিত লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 




শনিবার রাত ৮ টার দিকে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ৯ নং ওয়ার্ডের ফুলতলীর টেকিবনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ পরিচয়হীন এ লাশ উদ্ধার করে।





তবে লাশটি সেখানে কিভাবে এলো তা এখনো জানা যায়নি। স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকায় মায়ানমার বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার নিয়েও প্রায় সময় সংঘাত হয়ে থাকে।




নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় এখনও উদঘাটন করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।