হিলিতে লকডাউন বাস্তবায়নে ১৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ২রা আগস্ট ২০২১ ১০:৫২ অপরাহ্ন
হিলিতে লকডাউন বাস্তবায়নে ১৭ জনকে জরিমানা

সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ১০ম দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় ১৭ জনকে চার হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 


সোমবার (২ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দরের সিপি মোড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে এসব অর্থদণ্ড করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। 

এসময় বিজিবি সদস্য, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন। 


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। 


তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালীন সময়ে, হিলি স্থলবন্দরের সিপি মোড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা ও দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে চার হাজার তিনশত(৪৩০০) টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।