সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ১০ম দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় ১৭ জনকে চার হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দরের সিপি মোড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করে এসব অর্থদণ্ড করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
এসময় বিজিবি সদস্য, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালীন সময়ে, হিলি স্থলবন্দরের সিপি মোড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা ও দোকান খোলা রাখার অপরাধে ১৭ জনকে চার হাজার তিনশত(৪৩০০) টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।