তিন দিন ধরে পানি নেই হৃদরোগ ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: শনিবার ৩০শে অক্টোবর ২০২১ ১০:১৩ অপরাহ্ন
তিন দিন ধরে পানি নেই হৃদরোগ ইনস্টিটিউটে

তিন দিনেও কাটেনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পানি সংকট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি। গত বৃহস্পতিবার একমাত্র ডিপ টিউবয়েল অকেজো হয়ে যায়। এতে পানির জন্য হাহাকার পড়েছে হাসপাতালে। যার ফলে রোগী ও স্বজনরা পড়েছেন, সীমাহীন দুর্ভোগে।


তিন দিন ধরে চলছে এই দুর্ভোগ। ট্রাকে পানি এনে ওয়াসা সংকট সমাধানের চেষ্টা করলেও প্রতিদিন এক লাখ গ্যালন চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে তারা। তিন দিন পর শনিবার বিকেলে সামান্য পানি আসতে থাকে লাইনে। তা দিয়েই কোনোমতে কাজ সারার চেষ্টা করছেন রোগী ও স্বজনেরা।


এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তারা বলেন, পাশের হাসপাতাল থেকে বিকল্প লাইনে পানি আনার কাজ চলছে। আর সুপারিশ করা হয়েছে আরও একটি ডিপ টিউবওয়েল বসানোর।


সারা দেশে হৃদরোগী বেড়েছে সেই সঙ্গে বেড়েছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সেবার পরিধি ও পানির চাহিদা। কিন্তু ডিপ টিউবওয়েলে হয়নি পরিবর্তন। ১৬ বছর পুরোনো ডিপ টিউবওয়েল দিয়ে প্রতিদিন এক লাখ গ্যালন পানির চাহিদা মেটানো হচ্ছিল।


চলমান পানি সংকটে রোগী ও স্বজনেরাই শুধু নয় দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরা।