পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রত্যান্তঞ্চলের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্থ ৫শতাধিক মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের (যাকাত তহবিল) ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের অরুনিমা ক্লাবের হল কক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, খাগড়াছড়ি সদর শাখার সহ-সভাপতি নেছার উল্লাহ'র সঞ্চালনায় ও দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী , দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, শাহাশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজন্ডারী (ক.) ট্রাস্ট পরিচালন পর্ষদের সদস্য মো. লোকমান হোসেন ফকির, খাগড়াছড়ি জেলার সমম্বয়ক মো. মনির হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সকল শাখার সভাপতি/সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।