কালকিনিতে সঃ প্রাঃ বিদ্যালয়ের নতুন ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ১৬৫ নং সরদার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিলুর রহমান সোহাগ তালুকদার,কালকিনি পৌরমেয়র এস এম হানিফ, মাদারীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসনে মাস্টার,যুগ্ন সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন আ'লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি ড.আবদুস সোবহান গোলাপ (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,গ্রাম হবে শহর, এ লক্ষে সারা দেশে সকল প্রকার উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি মাদারীপুরের ২০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় স্কুল,মাদ্রাসা,মসজিদ, রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট সহ বিভিন্ন ধরনের উন্নয়ন চলমান রয়েছে। কালকিনি উপজেলার ৬৩ টি বিদ্যালয়ের নতুন ভবনের অনুমোদন করা হয়েছে,তা পর্যায় ক্রমে নির্মান হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।