ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা জানুয়ারী ২০২২ ০১:৪৮ অপরাহ্ন
ইবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্ডে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন তারা।


এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন জোয়ার্দ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্রলীগ নেতা শাহজালাল ইসলাম সোহাগ, অনিক হাসান, রেহেনা আক্তার ঝুমা'সহ কয়েকশত নেতাকর্মী।এছাড়া সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এর পাদদেশে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন শাখা ছাত্রলীগের একাংশ।