ঘন কুয়াশায় ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই জানুয়ারী ২০২২ ১২:০৯ অপরাহ্ন
ঘন কুয়াশায় ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারনে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ভোররাত ৪টা থেকে টানা চার ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পুনরায় চালু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য,ঘন কুয়াশার কারনে ভোররাত ৪টা থেকে এই রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ থাকে। ফেরির ওই কর্মকর্তা জানান, ভোররাত ৪টা  থেকে ঘন কুয়াশার কারনে ফেরি বন্ধ থাকার পর কুয়াশা ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।তিনি আরো জানান,দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় প্রায় দু’শ যানবাহন দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারে আটকে রয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে।