হিলিতে গরিব-অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ১২ই জানুয়ারী ২০২২ ০৩:১৩ অপরাহ্ন
হিলিতে গরিব-অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে অসহায়-গরিব শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১১ টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং মিলিয়াম চ্যারিটি ফান্ড এর সহযোগীতায় বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধাণ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ।


উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে এলাকার সকল অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে এলাকার সামর্থবানদের প্রতি আহ্বান জানানো হয়। এসময় হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ ২০০০ সালের এসএসসি ব্যাচের অন্যান্য প্রাক্তণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।