ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই জানুয়ারী ২০২২ ০৪:২৭ অপরাহ্ন
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে ভ্যান চালকের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে জুয়েল মিয়া (২৯) নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলার খরক এলাকায় এদুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় বঙ্গবন্ধু সেতু থেকে জামালপুরগামী যাত্রীবাহী ছেড়ে আসা ট্রেনটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসে। তার পকেটে থাকা করোনা টিকাদান কার্ড ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মো. তারা মিঞার ছেলে।


বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং সহকারি গ্রেট-১ রেজাউল করিম জানান, পিকআপটি রাস্তা পার হওয়ার সময় জামালপুরগামী ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।