কাউখালীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৯ অপরাহ্ন
কাউখালীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার। জানা যায়, কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির ও এএসআই মিজানের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার আমরাজুড়ী সোনাকুর ফেরাঘাট থেকে ২শত ৫০গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতা করেন।


গ্রেফতার কৃতরা হলো নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামের অনিল সুতারের ছেলে অনুক সুতার (২৪) ও একই গ্রামের কালাম মৃধার ছেলে সাইফুল মৃধা (২৮)। কাউখালী থানা অফিসার ইনচার্জ বনী আমিন জানান, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আজ শনিবার দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।