স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২রা মার্চ ২০২২ ০৮:১১ অপরাহ্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার( ২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে হাকিমপুৃর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। 


আরও বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাবসহ অনেকে।


আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণে প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।