মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে হাকিমপুৃর উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
আরও বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাবসহ অনেকে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু স্মৃতিচারণে প্রামাণ্য চিত্র প্রদশর্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।