বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরের লালপুরে সমাবেশ করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (০৫ মার্চ) সকালে লালপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলার গৌরীপুরস্থ সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর কবর জিয়ারত শেষে বাসভবনের সামনে এই সমাবেশ করে তারা।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডা'ল, তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. ইয়াসিন আরশাদ রাজন, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা যুবদলে আহবায়ক আব্দুস সালামপ্রমুখ।
এসময় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।