আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালে ১ লক্ষ ২৯ হাজার ৯ শত ২১ জনের মধ্যে উপকারভোগীদের মধ্যে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার ১নং ওয়ার্ড রায়পাশা-কড়াপুর এলাকায় উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কাজের উদ্ধাধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। বরিশাল নগরীর ১২টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রয় কাজে সরাসরি সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ৩টি ট্রাকসেলের মাধ্যমে এই সকল পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। সিটির বাহিরে উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করার আদেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৯ মার্চ) বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ এক সভা করেন। সভায় জানানো হয়, জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ কেজি সয়াবির তৈল ও ৫০ টাকা কেজি ২ কেজি ছোলা ডাল বিক্রয় করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ্ মোঃ শোয়াইব মিয়া ও বরিশাল জেলা টিসিবি প্রধান আল আমিন।
বরিশালের সকল পৌরসভা সহ ১০ উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২শত ৭০জন, মেহেন্দিগঞ্জ পৌর ও উপজেলায় ১৮হাজার ২ শত ৭৭জন, বাবুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩শত ১জন, গৌরনদী পৌরসভা সহ উপজেলায় ১৩ হাজার ৭শত ৮১ জন, হিজলা উপজেলায় ১৪০ হাজার ১১জন, বাকেরগঞ্জ পৌরসভা সহ উপজেলায় ১৬ হাজার ৬শত ৭৬ জন, বানারীপাড়া পৌরসভা সহ উপজেলায় ৭হাজার ৯শত ৯৪ জন, মুলাদী পৌর ও উপজেলায় ১০ হাজার, ৬শত ৭৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ হাজার ৬শত ৪১ জন ও উজিরপুর পৌরসভা সহ উপজেলায় ১৪ হাজার ২শত ৯৫ জন সহ সর্বমোট ১,লক্ষ ২৯হাজার ৯শত ২১ জন উপকারভোগীদের মাঝে এসকল পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।