মেঘনায় নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৮ই এপ্রিল ২০২২ ০৭:২০ অপরাহ্ন
মেঘনায় নৌকা ডুবিতে ২ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩

মেঘনা নদীতে যাত্রীবাহী কাঠের নৌকা ডুবির ঘটনায় ৭ জনকে জীবিত ও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টর্গাড। এছাড়া ট্রলারের ৩ যাত্রী নিখোঁজ রয়েছে। 


শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলাধীন মাঝেরচর সংলগ্ন মেঘনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ইঞ্জনি চালিত কাঠের নৌকা ডুবে যায়। 


এসময় বাংলাদেশ কোস্ট র্গাড দক্ষিণ জোন (ভোলা) অধিনস্থ বিসিজি স্টেশন হিজলার ৫ সদস্যরে একটি টহল দল টহলে থাকা অবস্থায় ঘটনাটি দেখতে পায় এবং উদ্ধার র্কাযক্রম পরচিালনা করে ৯ জনকে তাৎক্ষনিক উদ্ধার করে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে।


তিনি আরো বলেন, এছাড়াও দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনকে উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যহত রয়েছে।