পানিতে ডুবে কলাপাড়ায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৬ই এপ্রিল ২০২২ ০৭:৩৭ অপরাহ্ন
পানিতে ডুবে কলাপাড়ায় দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । শনিবার সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারাগ্রামের মো. ইউসুফ মিয়ার মেয়ে মোসা. সাদিয়াতুন (৪) নিজেদের পুকুর পাড়ে আম তুলতে গিয়ে পানিতে পড়ে যায় ।


অপরদিকে একইদিন সকাল সাড়ে ৯ টায় টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো. রাজিব সরদারের ছেলে তাসিন (৩) নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে

পড়ে ডুবে  যায় । 


এদের দু’জনেই বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় । অনেক খোঁজাখুজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।