আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১১ই জুন ২০২২ ০৬:০২ অপরাহ্ন
আলোকিত  ভূঞাপুর গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

"অনলাইন-ই হোক, মানবতার নতুন ঠিকানা" এই শ্লোগানে মানবতার সেবায় নিয়োজিত ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ যাত্রা শুরু করে ১০ জুন ২০১৬ সালে। এটি একটি অরাজনীতি, মাদকমুক্ত ও জনসেবামূলক গ্রুপ। 


শুক্রবার (১০ জুন) দিনব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক আলোচনা সভার আয়োজন করা হয়।


ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্ৰুপের সভাপতি কামরান পারভেজ ইভান এর সভাপতিত্বে গ্রুপের সাধারণ সম্পাদক আবু ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মো. আলাউল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম,গোপালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মামুন ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও ফলদা রাম সুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক শ্রী ভরত চন্দ্র দাস , যুব উন্নয়ন কর্মকর্তা গোপালপুর মুহাম্মদ ইসমাইল হোসাইন, ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিদুল ইসলাম লিটন, গ্ৰুপের সম্মানিত প্রধান উপদেষ্টা ও  প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম, আব্দুল কাদের গোলজারী অধ্যক্ষ.অব.হাদীরা ইসলামীয়া মাদ্রাসা গোপালপুর, বীর মুক্তিযুদ্ধা আব্দুল রাজ্জাক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, ম্যানেজিং কমিটির সদস্যগণসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ সময় অতিথিরা উক্ত সংগঠনের সক্রিয় সদস্যদের সামাজিক কাজে অনুপ্রাণিত করার জন্য বক্তব্য রাখেন ।প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সমৃদ্ধি কামনায় নানা রকম উদ্যোগ গ্রহণ করে সামাজিক সংগঠনটি।