ভূরুঙ্গামারীতে এমপিও ভুক্ত হলো পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই জুলাই ২০২২ ০৬:২৯ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে এমপিও ভুক্ত হলো পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) প্রদানের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 


বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ নোটিশ সূত্রে জানাগেছে, ভূরুঙ্গামারীর দু'টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও দু'টি মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হয়েছে। এছাড়া একটি কলেজের স্নাতক স্তর এমপিও ভুক্ত হয়েছে।


নতুন এমপিও ভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী ইউনিয়নের কিশলয় বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই উচ্চ বিদ্যালয় এবং বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট কলেজ।


উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা খাতুন বলেন,  নদী বিচ্ছিন্ন এলাকার বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়ায় এই এলাকায় শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে। বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।