রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে পাবনার জেলে আনন্দ হালদারের জালে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে সকাল সাড়ে ১০ টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে পদ্মায় বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে এ খবর শুনে দৌলতদিয়া মৎস্য আড়তে যোগাযোগ করে দুলাল মন্ডলের আড়ত থেকে ১১ কেজি ওজনের বোয়াল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১৯শত টাকা দরে মোট ২০ হাজার ১শত টাকায় কিনে নেই।পরে মাছটি আমার আড়ত ঘরে এনে বিক্রির জন্য ব্যবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি ২ হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি করবো বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।