লালমনিরহাটের পাটগ্রামে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে নির্জন হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকালে ওই উপজেলার বাউরা মেছেরঘাট এলাকায় বুড়িমারী - লালমনিরহাট মহাসড়কে দূর্ঘটনা ঘটে নিহত নির্জন হোসেন পাটগ্রাম পৌরসভার তপন মিয়ার পুত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, তিস্তা ব্যারাজ যাওয়ার পথে ওই এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নির্জন হোসেন।এ সময় একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।