পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৫ই অক্টোবর ২০২২ ০৫:০২ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) ওই প্রদেশের খারান এলাকায় একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।


পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদের বাইরে অজ্ঞাতনামা হামলাকারীরা গুলি করলে গুরুতর আহত হন মেসকানজাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মেসকানজাই ২০১৪ সালে বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।এদিকে সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বাইজেনজো।