লালমনিরহাটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: শনিবার ১২ই নভেম্বর ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন
লালমনিরহাটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে মোহনা টেলিভিশনের অফিসে কেক কাটার মাধ্যমে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।শুক্রবার বিকেলে জেলা প্রতিনিধির নিজস্ব কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


মানবকন্ঠের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাটের জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ,


হাতীবান্ধা থানার ওসি শাহাআলম হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ , আব্দুল হাকিম আজাদ, লালমনিরহাট, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরুল হক, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।এসময় বক্তাগন মোহনা টেলিভিশনের সাফল্য কামনায় দোয়া করেন।