সম্মেলন শেষে ফেরার পথে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ২০শে নভেম্বর ২০২২ ১০:৩৬ অপরাহ্ন
সম্মেলন শেষে ফেরার পথে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম স্বাধীন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ ( ৪০) 


রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার কুশারমু‌ড়ি নাম স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু  খালেদ বুলু।


তিনি বলেন, নিহত জহুরুল ইসলাম স্বাধীন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া আহত তৌফিক মান্নান পলাশ একই গ্ৰামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আহত পলাশ বদলগাছী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাইকটি জহুরুল ইসলাম স্বাধীন চালাচ্ছিলেন এবং পিছনে পলাশ বসে ছিলেন।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান  নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে দুই আওয়ামী লীগ নেতা বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জহুরুল ইসলাম স্বাধীন।  এ ঘটনায়  গুরুত্বর আহত অবস্থায় তৌফিক মান্নান পলাশকে উদ্ধার করে বদলগাছী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্বব হয়নি।