“দলিত জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট (সিএফএসডি), বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর সহযোগীতায় সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সিএফএসডি ও বিডিইআরএম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট (সিএফএসডি) এর নির্বাহী পরিচালক উত্তম কুমার ভক্ত, মাইনোরিটি রাইটস ফোরাম জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, নাগরিক উদ্যোগ এর এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, রবিদাস সমাজ কল্যন সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাসসহ প্রায় ৬০ জন দলিত নারী ও পুরুষ।
সভায় বক্তারা বৈষম্য বিলোপ আইনসহ দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবী ও স্থানীয়ভাবে ভূমিহীন দলিতদের মাঝে ঘর ও খাসজমি বরাদ্দ এবং সরকারী সেবাসমুহে দলিতদের পুরোপুরিভাবে সম্পৃক্ত করার জন্য আহবান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের সংবিধানে বৈষম্যের কোন সুযোগ নেই। আমরা খুুব শীঘ্রই ৩ একর জমির ওপর দলিত এবং হিজড়া সম্প্রদায়ের জন্য ঘর তৈরীর প্রকল্প শুরু করব। সেখানে অবশ্যই যারা অত্যন্ত গরীব আর গৃহহীন তাঁদের মাঝে বিতরন ও বরাদ্দ দেয়া হবে”।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।