দিনাজপুরের হাকিমপুর হিলিতে তৈরি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। এই প্রকল্পে বর্জ্য থেকে তৈরি হবে জৈবসার। প্রকল্পটি বাস্তবায়ন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
জানা যায়, হাকিমপুর পৌর সভার ৯ নং ওয়ার্ড এর রাঙ্গামাটি গ্রামে এক একর জায়গার ওপর নির্মিত এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের নির্মাণব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। কাজ শেষ হলে হাকিমপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।বুধবার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এস রায়হান।
জনস্বাস্থ্য প্রকৌশলী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটিতে মানববর্জ্য ও কঠিন বর্জ্য থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জৈবসার উৎপাদন করা হবে। যা আমাদের দেশে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হবে। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, এটি সরকারি প্রকল্প। বাস্তবায়নে হাকিমপুর পৌরসভা এক একর জমি প্রদান করেছে। আর বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে দিনাজপুরের হিলিতে তৈরি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। এই প্রকল্পে বর্জ্য থেকে জৈবসার তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।তিনি আরও বলেন, মানববর্জ্য ও কঠিন বর্জ্য থেকে এখানে জৈবসার উৎপাদন করা হবে। এখানকার উৎপাদিত সার কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।