বরিশালে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার রাতে বরিশাল নগরীর বাঁধ রোড এলাকা থেকে এ কাটা পা উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, রাতে রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগে কাটা পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার করে। এটি পুরুষের পা। তবে এটি কার পা কিংবা কীভাবে এখানে এলো সে বিষয়ে জানা যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করতে থানায় আসেননি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।