নিজেদের অনাগ্রহ ও অসচেতনতার কারণে আমরা অনেকেই নিজেদের রক্তের গ্রুপের নাম জানিনা। কেউ হঠাৎ অসুস্থ হলে যখন তার শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ রোগীই তার রক্তের গ্রুপ সম্পর্কে অজানা।
তাই মানুষের মাঝে তার নিজের রক্তের গ্রুপ জানার আগ্রহ বাড়াতে বরিশালের হিজলা প্রেসক্লাব একদিনের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করেছে। আয়োজনকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় ভিশন কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সাউথ ভিশন ডায়াগনস্টিক সেন্টার।
প্রেসক্লাবের সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম এবং সদস্য কাজী মহসিন এর পরিচালনায় শনিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায়, কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করার অনুষ্ঠানে হিজলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শংকর কুমার দে, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, কাউরিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ বিন কাসেম টেনু, আবুল কালাম বেপারী, সাংবাদিকদের মধ্যে মোঃ নুর নবী, মামুন তালুকদার, কাজী আঃ ওয়াহেদ, মোঃ আজম, মনির হোসেন মল্লিক, আশরাফুল নবী, মাসুদ আহমেদ, রহমাতুল্লাহ পলাশ,শাহে আলম,রিনা বেগম, বরকত উল্লাহ, মুুুফতি কাদের কারিমি।
সেন্টা সহ বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে ফ্রি ব্লাড গ্রুপ পরিক্ষা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। উপস্থিত অতিথিবৃন্দ হিজলা প্রেসক্লাবের এই সুন্দর আয়োজনকে স্বাগত জানান ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।