র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মার্চ ২০২৩ ১০:৪৭ অপরাহ্ন
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত

"ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে" এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আয়োজনে অফিস চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। 


পরে অফিস চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। এসময় আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমানসহ অনেকে।এসময় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন।