মিথ্যা তথ্যের জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাংবাদিকতার বিরুদ্ধে মামলা হয়নি। মামলা হয়েছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যদি কোনো সাংবাদিক সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোমতেই এই সরকার বাধা দেবে না। এ ছাড়া যেখানেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নওগাঁয় নিহত সুলতানা জেসমিনের ক্ষেত্রে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। ট্র্যাজিক কারণে তার মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এখানে আইনের অপব্যবহার হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।