নওগাঁয় মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ১লা মে ২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন
নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় শহরের সরিষা হাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার‌্যলয়ে জেলা শ্রমিক লীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।


পরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, শ্রমিকলীগের সভাপতি ডি.এম আব্দুল মজিদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর‌্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাসেদুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহন করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখা, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত শ্রমিকরা।