বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩( অনুর্ধ্ব-১৭) বালক, বালিকা এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ৭ জুন বুধবার বিকাল ৪ টায় সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার,
মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, কোচ এবং খেলোয়াড় নির্বাচক জহিরুল ইসলাম নবু হাওলাদার প্রমুখ। উপজেলা পর্যায় উদ্বোধনী খেলায় বড়জালিয়া ইউনিয়ন একাদশ ও মেমানিয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। এতে বড়জালিয়া ইউনিয়ন একাদশ ৪টি গোল এবং মেমানিয়া ইউনিয়ন একাদশ ১টি গোল করে। বড়জালিয়া ইউনিয়ন একাদশের রেদওয়ান ৩টি গোল করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।