বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৭শে জুন ২০২৩ ০৩:০৬ অপরাহ্ন
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে আবুল হোসেন তালুকদার (৫৫) নামের এক সার ব্যবসায়ী বাসের চাপায় নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআই সারের ডিলার।


স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় অজ্ঞাত একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, অজ্ঞাত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।