নওগাঁয় বিজিবির অভিযানে ৬ মহিষসহ এক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৭:১৫ অপরাহ্ন
নওগাঁয় বিজিবির অভিযানে ৬ মহিষসহ এক চোরাকারবারি আটক

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬টি অবৈধ মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে ১৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে ৪ কিলোমিটার ভেতরে পোরশা উপজেলার বেজোড় মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় বিজিবির সদস্যরা ৬টি অবৈধ মহিষ ও মহিষ বহনকারী একটি গাড়ি উদ্ধার করে। এ সময় চোরাকারবারি ফারুক হোসেন নামে এক ব্যক্তি আটক হন।  


আটক ফারুক হোসেন পোরশা উপজেলার সোভাপুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, অভিযান চলাকালীন সময়ে আরও ১০ জন চোরাকারবারি পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি পোরশা থানায় একটি মামলা দায়ের করেছে এবং পলাতক চোরাকারবারিদের খোঁজে তৎপরতা শুরু করেছে।  


আটক হওয়া মহিষগুলোকে পত্নীতলা শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির এই অভিযান সফল হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় অবৈধ মালপত্রের চালান ধরার আশায় অপরাধী চক্রের সদস্যরা ভয়ে পালিয়ে যাচ্ছেন।  


বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোন ধরনের অবৈধ কার্যকলাপ রোধে তারা সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া আটককৃত চোরাকারবারি ও তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।