নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় বাস উল্টে ১ নারী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ১২:৩৪ অপরাহ্ন
নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় বাস উল্টে ১ নারী নিহত, আহত ৩

নওগাঁর পোরশা উপজেলার মাটিন্দর ব্রিজ এলাকায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম নূর বানু (৬০), তিনি উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। এ দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।


পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, বাসটি পোরশা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করছিল। হঠাৎ করে ঘন কুয়াশায় সড়ক পরিবেশ অপরিষ্কার হয়ে যাওয়ায় চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই নূর বানু মারা যান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে তারা চিকিৎসাধীন আছেন।


স্থানীয়রা জানিয়েছেন, গত তিন দিন ধরে ওই এলাকায় ঘন কুয়াশা ছড়িয়ে রয়েছে, যা সাধারণত যানবাহনের চলাচলে অনেক সমস্যা সৃষ্টি করে। কুয়াশার কারণে সড়কের পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল এবং বাসের চালকও পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হন। 


এ বিষয়ে পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের সাহায্য করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা ঘন কুয়াশার কারণে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।