নোয়াখালীতে প্রকাশ্যে কৃষককে গুলি, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৪:০০ অপরাহ্ন
নোয়াখালীতে প্রকাশ্যে কৃষককে গুলি, তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আব্দুল মতিন (৫০) নামের এক কৃষক আহত হয়েছেন। রোববার রাতে ছয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত মতিন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  


পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ছয়ানী ইউনিয়নের বাজার এলাকায় দুটি মোটরসাইকেলে এসে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এতে পেশায় কৃষক আব্দুল মতিনের পেটে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘটনাটি দুই পক্ষের মধ্যে চলমান গ্রুপিংয়ের কারণে ঘটেছে। তিনি বলেন, "মনে হচ্ছে অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিনকে আঘাত করে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"  


অন্যদিকে, আহত কৃষকের চাচাতো ভাই আলমগীর ওসির বক্তব্য নাকচ করে দাবি করেন, আব্দুল মতিনকেই সরাসরি লক্ষ্য করে গুলি করা হয়। তবে গুলির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।  


ঘটনার সময় মতিন তার প্রতিবেশী শুভনের সঙ্গে বাজারের এক দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা অতর্কিতে গুলি ছোড়ে এবং দ্রুত স্থান ত্যাগ করে।  


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।  


গুলিবিদ্ধ আব্দুল মতিন ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারের দাবি, মতিন কারো সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিলেন না। ফলে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যেও নানা জল্পনা চলছে।  


এদিকে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ আশা করছে, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।  


ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহত কৃষকের সুস্থতার জন্য তার পরিবার ও স্থানীয়রা সবার কাছে দোয়া চেয়েছেন।