ফেসবুকে গুজব থেকে শোডাউন, নোয়াখালীতে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
ফেসবুকে গুজব থেকে শোডাউন, নোয়াখালীতে গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিলে ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা শোডাউনে অংশ নেয়, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। এ ঘটনার জেরে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে শুক্রবার রাতে পুলিশ রাসেল ও লিটন নামের দুজনকে গ্রেপ্তার করে। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গুজবের জেরে যুবলীগের একদল কর্মী শোডাউন শুরু করে। এর ফলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের হাতে আটক হয় রাসেল ও লিটন।  


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শোডাউনে প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়েছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  


গ্রেপ্তারকৃতদের পরিচিতি সম্পর্কে জানা গেছে, রাসেল মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং লিটন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তাদেরকে শনিবার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন ওসি।  


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অভিযোগ তুলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্থানীয় রাজনীতিবিদদের আচরণ নিয়েও সমালোচনা হচ্ছে।  


স্থানীয় এক বাসিন্দা জানান, "গুজবের ভিত্তিতে এমন ঘটনা ঘটানো অত্যন্ত দুঃখজনক। পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিয়েছে, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত।" অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।  


অপরদিকে, পুলিশের এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন। তবে এমন পরিস্থিতি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।  


চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন আরও বলেন, "গুজব থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা গুজব রোধে আরো সজাগ থাকব এবং যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।"