নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২২ অপরাহ্ন
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছে দলটি।


রোববার দুপুরে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা দলের


ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যারা দলের জন্য কাজ করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের স্বেচ্ছাসেবক দলে সম্মানজনক অবস্থান দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের দোসরদের দলে কোনো স্থান নেই। 


সংগঠনের সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম বলেন, নতুন কমিটি বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাদিম শেখ বলেন, আগামী দিনে আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাদের মধ্যে 


মিষ্টি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনের দিকনির্দেশনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা বলেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।