দিনাজপুরে শিক্ষকের মারধরে শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১২ অপরাহ্ন
দিনাজপুরে শিক্ষকের মারধরে শিক্ষার্থী হাসপাতালে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক মাদ্রাসার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় উপজেলার বৈদাশীরহাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  


মারধরের শিকার ইয়াসিন আলী (১৫) উপজেলার সংকৈর গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, সে মাদ্রাসার এক শিক্ষকের সাইকেল নিয়ে বাড়ি গিয়েছিল, যা পরে ফেরত দেওয়া হলেও ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে তার চোখ, নাক, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।  


ইয়াসিনের বাবা সামিউল ইসলাম জানান, রবিবার বিকেলে তার ছেলে মাদ্রাসা থেকে একটি সাইকেল নিয়ে বাড়ি আসে। পরে তিনি সেটি ফেরত দেন। কিন্তু সোমবার সন্ধ্যায় মাদ্রাসায় গেলে শিক্ষক শাহ আলম তাকে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ছেলেকে যেভাবে মারা হয়েছে, তেমনটা চোরকেও কেউ পেটায় না।  


চিকিৎসক আবরার লাবিব জানান, শিক্ষার্থীর চোখে গুরুতর আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন আছে। চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  


অভিযুক্ত শিক্ষক শাহ আলমের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। তবে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহিন জানান, শিক্ষার্থী ইয়াসিন তার সাইকেল নিয়ে বাড়ি গিয়েছিল। পরে সাইকেলটি না পেয়ে তিনি খোঁজ করেন। পরে শোনেন, শিক্ষক শাহ আলম তাকে শাসন করতে গিয়ে আঘাত করেছেন।  


এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শারীরিক শাস্তি অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।