হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আলী

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্‌উদ্দিন স্বাক্ষরিত এক স্মারক পত্রে মোহাম্মদ আলিকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সন্ধ্যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


জানা গেছে, হ্নীলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলির বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট তাকে অপসারণ করা হয়। তিনি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলির দ্বিতীয় সন্তান এবং হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।


জেলা প্রশাসনের স্মারক পত্রে উল্লেখ করা হয়েছে, পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে, গত ৯ জানুয়ারি টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ পান।


কিন্তু এতেও ইউনিয়নের সার্বিক সেবা কার্যক্রম স্বাভাবিক না হওয়ায়, ৫৫ জন স্থানীয় নাগরিক ও ইউপি সদস্যরা নতুন চেয়ারম্যান নিয়োগের আবেদন করেন। এর প্রেক্ষিতে মোহাম্মদ আলিকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।


নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি হ্নীলা ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন।


তিনি আরও বলেন, "সরকার যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। ইউনিয়নের সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করবো এবং সেবার মান নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।"


টেকনাফ উপজেলা প্রশাসন জানিয়েছে, মোহাম্মদ আলীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে হ্নীলা ইউনিয়নের প্রশাসনিক অচলাবস্থা কেটে যাবে এবং ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক হবে।