গোয়ালন্দে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: সোমবার ১৭ই জানুয়ারী ২০২২ ০৬:২৯ অপরাহ্ন
গোয়ালন্দে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৩ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান।


গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠাপোষকতায় মেলায় ৯টি ষ্টল রয়েছে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ প্রপার হাই স্কুল,জামতলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল,চৌধুরী আব্দুল হামিদ একাডেমী । স্টল স্ব স্ব প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে বিজ্ঞান কর্মকান্ড তুলে ধরেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ।


মঙ্গলবার দুপুরে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার সমাপনী হবে।