আইসিটি মন্ত্রণালয় থেকে বাদ পড়লেন মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে মে ২০১৯ ০৬:৩৮ অপরাহ্ন
আইসিটি মন্ত্রণালয় থেকে বাদ পড়লেন মোস্তাফা জব্বার

মন্ত্রিপরিষদ পুনর্বিন্যাস করা হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় মন্ত্রিসভার সদস্যদের কয়েকজনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অন্তত তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বভার কমেছে। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ পড়েছেন।

তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এখন থেকে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।  পুনর্বিন্যাস করা মন্ত্রিপরিষদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন ভট্টাচার্য।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েক হাজার পর্নসাইট বন্ধসহ তথ্যপ্রযুক্তিখাতে বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভায় মোস্তাফা জব্বার ছিলেন আলোচনায়।  ৭ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর এই প্রথম মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসলো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব