ভারতের রাজস্থানের নতুন মন্ত্রিসভার শপথ আগামীকাল (রোববার) বিকেল ৪টায় হতে পারে। এতে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের আশঙ্কা থেকেই একদিন আগে অশোক গেহলটের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সব মন্ত্রী পদত্যাগ করেছেন।
শনিবার (২০ নভেম্বর) ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৭টায় জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে মন্ত্রী পরিষদের বৈঠকের পর সব মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেয়।রোববার (২১ নভেম্বর) সব মন্ত্রীরা দুপুর ২টায় রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে যাবেন। সেখানে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, শুক্রবার রাজস্থানের ৩ মন্ত্রী কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে পদত্যাগের প্রস্তাব দেন। তারা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলীয় সংগঠনে কাজ করার এবং পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার ৩ মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।