মেক্সিকোর মধ্যাঞ্চলে যাত্রীবোঝাই একটি গাড়ি উল্টে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।শনিবার (২৯ জানুয়ারি) দেশটির জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে অবস্থিত একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, যাত্রীবোঝাই গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরেই সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করে ধাকেন।
জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। সূত্র : এনবিসি নিউজ, রয়টার্স
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।