ভারতে সদ্য নির্বাচিত ২ কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে।রোববার (১৩ মার্চ) পৃথক সময়ে এই ঘটনা ঘটে।ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, রোববার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
একইদিনে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঝালদার পৌরসভার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দুকেও গুলি করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করালে কিছু সময় পর তার মৃত্যু হয়।উল্লেখ্য, নির্বাচনে ঝালদার ১২টি মধ্যে পাঁচ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে পাঁচটি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন একজন নির্দল প্রার্থী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।